দীর্ঘদিন ধরে সংস্কার না করায় দিনাজপুরের হাকিমপুর পৌরসভার বিভিন্ন সড়কগুলোর বেহাল দশা। সড়কের পিচ উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে কিংবা জায়গা জায়গায় খানাখন্দে ভরে গেছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। এরপরেও এসব সড়কে প্রায়ই ঘটছে নানা ধরনের ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে এসব সড়কে চলাচলে রোগীদের অবস্থা কাহিল হয়ে পড়ে। স্কুলের ছোট সোনামনিরা দুর্ভোগের কারণে বিদ্যালয়ে যেতে চায় না।
দেখা যায়, হিলির জালালপুর থেকে গোহাড়া হয়ে রাঙ্গামাটি হয়ে ছাতনি চার মাথা পর্যন্ত এবং হাসপাতাল মোড় থেকে পালপাড়া, চন্ডিপুর হয়ে ইসমাইলপুর পর্যন্ত সড়কটি এবড়ো থেবড়ো, খানাখন্দে বেহাল দশা। এসব সড়কে চলাচলকারী ভুক্তভোগীরা জানান, আমরা পৌরসভার ট্যাক্স দিচ্ছি। কিন্তু এইসব রাস্তা আর ঠিক হচ্ছে না। নাগরিক সুযোগ-সুবিধাও পাচ্ছি না। বরং সড়কে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্কুল শিক্ষক আফতাবুজ্জামান তাজ জানায়, এইসব অযোগ্য সড়কের কারণে বিদ্যালয়ে যেতে শিক্ষার্থীসহ সকলের সমস্যার মধ্যে পড়তে হয়।
ভ্যান ও ইজিবাইক চালকরা জানায়, এই সড়কগুলোর অবস্থা এতো খারাপ বলে বোঝানো সম্ভব না। সড়কে পিচ ও পাথর উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে পড়ে প্রায়শই নানা ধরনের সমস্যায় পড়তে হয়। আর এসব কারণে যাত্রীরাও ভ্যানে উঠতে ভয় পায়। একই অবস্থা ইজিবাইক চালকদেরও।
হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত জানান, কয়েকটি রাস্তার অবস্থা খারাপ। এ থেকে উত্তরণের জন্য ইতোমধ্যেই প্রজেক্ট সাবমিট করেছি। কিন্তু পূর্বের আমলে বিএমডিএফ থেকে কিছু লোন নেওয়া আছে। সেই লোনগুলো পরিশোধ করা হয়নি। এজন্য একটু সমস্যা হচ্ছে। তবে শীঘ্রই এটির সমাধান হবে বলে আশা করছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার