গোপালগঞ্জ জেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে প্রাইভেট কার বোঝাই ৯৫০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে র্যাব-৮।
রবিবার রাতে র্যাবের বিশেষ অভিযানে ফেন্সিডিলসহ আটককৃতরা হলো- যশোরের ঝিকরগাছার চারাতলা নবীনগর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে সেলিম হোসেন (৩০) এবং যশোরের শার্শা থানার সোনানদীয়া খামারপাড়া এলাকার মো. নজরুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম রিপন (২৫)।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে র্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৮।
বিডি প্রতিদিন/এ মজুমদার