বেনাপোল সীমান্ত থেকে ৫০০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আজ সোমবার রাতে বেনাপোল সীমান্তের দৌলতপুর খালপাড়া মাঠে অভিযান চালিয়ে এ ফেন্সিডিল জব্দ করে দৌলতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামস্থ খালপাড়া মাঠের মধ্যে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করা যায়নি।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, বেনাপোল সীমান্ত থেকে ৫০০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়েছে। আটক ফেন্সিডিল খুলনা ২১ ব্যাটালিয়নে জমা দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার