বঙ্গোপসাগরে জলদস্যুদের অব্যাহত হামলা, ভারতীয় ট্রলিং ট্রলারের অবৈধ অনুপ্রবেশ বন্ধসহ ৯ দফা দাবিতে শরণখোলা ফিশিং ট্রলার মালিক সমিতি মানববন্ধন ও সমাবেশ করেছে। আজ সোমবার সকালে শরণখোলা প্রেস ক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলে ও মৎস্য ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
শরণখোলা উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে প্রেসকাবের সামনের সড়কে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও মৎস্য ব্যাবসায়ী সাইফুল ইসলাম খোকন, রফিকুল ইসলাম কালাম, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন প্রমুখ। বক্তারা অবিলম্বে তাঁদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার