দিনাজপুরের হাকিমপুরের ছোট ডাঙ্গাপাড়াতে আরনু জুট মিলে আগুন লেগে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ সোমবার সকালে হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের অদূরে ছোট ডাঙ্গাপাড়ায় ওই মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাকিমপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান খালেদ বিন ওয়ালিদ বলেন, জুট মিলে আগুন লাগার সংবাদ পেয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মেশিনের যান্ত্রিক সংঘর্ষের কারণে মিলে আগুনের সূত্রপাত হয়। একটা মেশিনসহ গোডাউনের মালামাল পুড়ে গেছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাচ্ছে না।
আরনু জুট মিলের মালিক শেখ শাফি সাংবাদিকদের বলেন, সোমবার ভোর ৬টায় মিলের প্রথম শিফট চালু হওয়ার পরে সকাল ৮টার দিকে মিলের ভেতরে হঠাৎ আগুন লাগে। আস্তে আস্তে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম