কক্সবাজারের টেকনাফে বিদেশী এনজিও সংস্থার স্টিকারযুক্ত গাড়ি থেকে ইয়াবাসহ চালককে আটক করেছে র্যাব। আজ সকাল ১০টার দিকে টেকনাফ পৌরভার কলেজ পাড়ায় এ অভিযান চালানো হয়। আটক মির কাশেম (৩০) মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়া এলাকার আবু সায়েদের ছেলে।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান জানান, বিদেশী এনজিও সংস্থা ডিসিএ (এক্টালাইয়েন্স) এর স্টিকারযুক্ত গাড়ি ব্যবহার করে ইয়াবা পাচারের খবরে টেকনাফ পৌর সভার কলেজ পাড়ায় র্যাবের একটি দল অভিযান চালায়। এসময় সন্দেহজনক গাড়িটি র্যাব সদস্যরা থামিয়ে তল্লাশি চালায়। এতে গাড়িতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ১ লাখ ১৫ হাজার ইয়াবা। এসময় গাড়িতে থাকা ১ ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা সম্ভব হবে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার