ভাঙ্গায় বিলে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবক (২৭) এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। রবিবার দুপুর বারোটার দিকে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামের বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। রবিবার (১৭ আগষ্ট) বিকালে ফরিদপুর পিবিআইয়ের একটি দল লাশের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, সকালে লাশটি বিলে ভাসমান দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। এরপর আমরা লাশটি উদ্ধার করি। লাশটি অর্ধগলিত। লাশের পরিচয় রবিবার বিকাল ৫ টা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্ত করা হবে।
বিডি প্রতিদিন/এএম