নাটোরের বড়াইগ্রামের ৮ জন মাদকসেবীকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার পারভেজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে জেল প্রদান করেন।
এর আগে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার জোয়াড়ি আটঘরি স্লুইচ গেট এলাকায় অভিযান চালিয়ে একই এলাকার ময়েনউদ্দিন শেখের ছেলে চাঁদ শেখ (২৬), পাশ্ববর্তী ভবানীপুর পাবনাপাড়া গ্রামের মৃত বরকত আলী সরদারের ছেলে জয়েন ফকির (৬৫), আনোয়ার সেখের ছেলে শেখ রুবেল আকন্দ (২৭), রান্টু প্রামানিকের ছেলে শরিফুল ইসলাম (২২), মৃত হযরত আলীর ছেলে ছানোয়ার হোসেন (৫০), বাহিমালী দনিপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে মো. সিরাজ (৩০), রহিম সরকারের ছেলে নয়ন সরকার (২৪) ও বলিদাঘাটি গ্রামের মৃত আজাহার খন্দকারের ছেলে শাহ আলম (৫০) আটক করে। পরে মাদকদ্রব্য (গাঁজা) ব্যবহার ও সংরণের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর জেলা পরিদর্শক মাহবুবা জেসমিন রুমা এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার