নিখোঁজের ২৩ দিন পর কিশোরগঞ্জের হোসেনপুরে ওবায়দুল্লাহ মুন্না (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাজ এলাকার একটি বাড়ির পিছনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওবায়দুল্লাহ মুন্না (১৫) উপজেলার শাহেদল মধ্যপাড়া গ্রামের মো. নুরুল হুদার ছেলে এবং স্থানীয় ডিএস দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র।
নিহত মুন্নার বড় ভাই নয়ন জানান, গত ১৫ অক্টোবর বিকেল থেকে মুন্না নিখোঁজ ছিল। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে হোসেনপুর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়।
পরিবারের দাবি, মুন্নাকে কেউ অপহরণ করে হত্যা করে জঙ্গলে মরদেহ ফেলে রেখেছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর, ২০১৮/মাহবুব