ফরিদপুর জেলায় পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার থেকে বুধবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থান থেকে ৪৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, চলমান মাদক বিরোধী অভিযানে পুলিশ, ডিবি পুলিশ জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে ৪৬ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে জিআর মামলায় ১৪ জন, সিআর মামলায় ১৬ জন, সাজাপ্রাপ্ত আসামী ১ জন, নিয়মিত মামলায় ৬ জন এবং মাদক ক্রেতা ও বিক্রেতা ৯ জনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, মাদকবিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর ২০১৮/হিমেল