আগামী ১০ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন ও গুরুদাসপুর থানার ওসি সেলিম রেজাকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।
এই দুই কর্মকর্তাকে আগামী তিন দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।
জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জানান,গুরুদাসপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে একজন প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৬ মার্চ) রাতে নির্বাচন কমিশন থেকে তাদের প্রত্যাহারের নির্দেশনা আসে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর