জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে র্যালি করা হয়েছে। রবিবার সকাল সোয়া ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বণার্ঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী গিয়ে শেষ হয়।
শিল্পকলায় শহীদ মিনার প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিনটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ- ৩ আসনের সাংসদ এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক সায়লা ফারজানা, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, সরকারি হরগঙ্গা কলজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদার, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ গাজী মোহাম্মদ তাওহিদুজ্জামান সিভিল সার্জন ডাঃ সুমন কুমার বণিক, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড আব্দুল মতিন, স্পেশাল পিপি এ্যাড লাবলু মোল্লা, দৈনিক সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, কোষাধ্যক্ষ এ্যাড. সেতু ইসলাম, আরটিভি জেলা প্রতিনিধি শেখ শিমুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকির।
বিডি প্রতিদিন/এ মজুমদার