মোংলায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকালে উপজেলার চাঁদপাই ইউনিয়নের চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ শিক্ষার্থীকে বিদ্যালয় চত্বরে ফুল, উপহার ও ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়। পরে সেখানে তাদের সম্মানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি বলেন, সকলকে পড়াশোনায় অনেক বেশি মনোযোগী হতে হবে। আধুনিক জ্ঞান-বিজ্ঞান আয়ত্ত করতে হবে। পাশাপাশি নিজেদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুর আলম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসাইন পনি, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রশিদুজ্জামান শিশির, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শেখ রুস্তুম আলী, প্রাক্তন ছাত্র শেখ শাকির হোসেন, এসএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী হাওলাদার ইমপিয়াস হোসাইন ও স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান কার্নিজ।
বিডি প্রতিদিন/এমআই