উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বোন কিম ইও জং বলেছেন, “দক্ষিণ কোরিয়া আমাদের শত্রু এবং তাদের সঙ্গে আলোচনায় কোনও আগ্রহ নেই।”
সোমবার এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা প্রশমনের উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া। তবে এতে সন্তুষ্ট নন কিম ইও জং। দক্ষিণ কোরিয়ার সঙ্গে তারা কোনও আলোচনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
এদিকে কয়েক মাসের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি অবসানের পর ৪ জুন দায়িত্ব গ্রহণ করেছে দক্ষিণ কোরিয়ার নতুন সরকার। এরপর পরই এই মন্তব্য করলেন কিম ইও জং।
তিনি বলেছেন, লি জে মিউংয়ের নির্বাচিত হওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সামরিক জোট কোরিয়া উপদ্বীপের দক্ষিণাঞ্চলের অর্ধেককে কীভাবে কলঙ্কিত করেছে তা মুছে যায়নি।
তিনি আরও বলেছেন, দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্টের মার্কিন জোটকে শক্তিশালীকরণে নিশ্চয়তা দেওয়ার কারণে উত্তর-দক্ষিণ কোরিয়া সম্পর্ক উন্নয়নের কোনও সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন কিম ইও জং। নতুন লি প্রশাসন ও ইউন সরকারের মধ্যে তেমন কোনও পার্থক্য নেই।
এছাড়া ওয়াশিংটন জোটের ওপর সিউলের অন্ধ বিশ্বাস আছে বলে মন্তব্য করেন তিনি। সূত্র: সিএনএন, আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ