বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করেছি বলেই আজ আমরা গর্বের সাথে বলতে পারি বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু বুকে ধারণ করেছি বলেই বঙ্গবন্ধুর খুনিদের বিচার করতে পেরেছি। রাজাকারদের বিচার করে রায় বাস্তবায়ন করতে পেরেছি। আজ বাংলাদেশ সারা দুনিয়ায় সম্মানিত হয়েছে, আমাদের প্রধানমন্ত্রীকেও সম্মানিত করেছে। বঙ্গবন্ধুকে পেয়েছিলাম বলেই আজকের বাংলাদেশকে পেয়েছি।
রবিবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনাজপুর প্রেস ক্লাবের এম আব্দুর রহিম মিলনায়তনে প্রেস ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শুধু জাতির পিতা নন, তিনি একজন বহুমাত্রিক নেতা ছিলেন। এটি কোনো আবেগের কথা নয়, এটাই বাস্তবতা। আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পাকিস্তানের কারাগারে বসে বাঙালির মুক্তির অভীষ্ট লক্ষ্য থেকে যাকে বিচ্যুত করা যায়নি তাঁর নাম হচ্ছে বঙ্গবন্ধু।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ হচ্ছে তার স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতা পরবর্তী হাজারো সমস্যার মাঝেও তিনি দেশকে সাজিয়েছেন। এসব বঙ্গবন্ধুর দ্বারাই সম্ভব হয়েছিল। বর্তমানে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ধারাবাহিকতায় দেশকে উন্নতির চরম শিখায় নিয়ে যাওয়ার প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন মধ্যআয়ের দেশে উন্নিত হয়েছি। আর ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবো।
দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মনোরঞ্জনশীল গোপাল এমপি, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, সহ-সভাপতি এড. আব্দুল লতিফ, সাবেক হুইপ মিজানুর রহমান মানু, আওয়ামীলীগ নেতা ইমদাদ চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার