সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ৮টায় বোয়ালমারী চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কার্যক্রম।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন ও ইউএনও মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে পুষ্মস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন।
এছাড়া বোয়ালমারী থানা, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ অঙ্গসংগঠন সমূহ, পৌরসভা, পল্লী বিদ্যুৎ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠানসমূহ পুষ্পস্তবক অর্পণ করেন।
এ উপলক্ষে সকাল ৯টায় উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও শিশু শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউএনও মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অফিসার ইনচার্জ বোয়ালমারী থানা একেএম শামীম হাসান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, অধ্যক্ষ ভারপ্রাপ্ত শিরিনা হোসেন প্রমুখ। অপরদিকে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার