Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৩ মার্চ, ২০১৯ ১৪:৪৯

গাজীপুরে বাসচাপায় কলেজছাত্র নিহত

অনলাইন ডেস্ক

গাজীপুরে বাসচাপায় কলেজছাত্র নিহত

গাজীপুর সি‌টি করপোরেশনের সালনা এলাকায় বাসচাপায় এক কলেজছাত্র নিহত হয়েছেন।  প্রাথমিকভাবে নিহ‌ত ও আহতদের প‌রিচয় জানা যায়‌নি। 

শ‌নিবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।‌

গাজীপুর মেট্টোপ‌লিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শ‌হিদুল ইসলাম জানান, মোটরসাইকেলযোগে ওই কলেজছাত্রসহ তিনজন ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়‌ক দিয়ে ময়মন‌সিংহের দিকে যা‌চ্ছিলেন। এ সময় সালনা এলাকায় পৌঁছালে উল্টো পথে আসা এক‌টি রিকশার সঙ্গে ওই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ময়মন‌সিংহগামী বাসের চাপায় ওই কলেজছাত্র ঘটনাস্থলেই মারা যান। এতে আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন


আপনার মন্তব্য