৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের মোরেলগঞ্জে বেশ কিছু ছোটখাট অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে ভোট গ্রহণ। এখন চলছে গণনা। শেষ মুহুর্তে বিদ্রোহী প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে ৬০০ ব্যালট পেপারের মুড়ি বই উদ্ধার করেছেন সহকারী রিটানিং অফিসার মো. কামরুজ্জামান।
সকাল থেকেই আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থীর পক্ষ হতে এজেন্ট বের করে দেওয়া, কেন্দ্রে যেতে বাধা, হুমকি এমন নানা ধরণের পাল্টাপাল্টি অভিযোগ আসছিল।
বেলা ৩টায় ভোট কাটা হয়েছে এমন অভিযোগে পৌরসভার ১০৪ নং কেন্দ্রে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের ২শ’ করে মোট ৬ শত ব্যালট পেপারের মুড়ি বই উদ্ধার করেন সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান।
আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বাবুলের মৌখিক অভিযোগে ওই মুড়ি বইগুলো জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, চেয়ারম্যান প্রার্থীর মৌখিক অভিযোগের প্রেক্ষিতে ৬শ’ পিচ ব্যালট পেপারের মুড়ি বই আলাদা করে রাখা হয়েছে। যথাযথ অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম