বগুড়ার ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে ১৯টি মামলার পলাতক আসামি মো. লস্করকে (৪৫) গ্রেফতার করেছে। লস্কর ছাড়াও থানা পুলিশ একইদিন পৃথক অভিযান চালিয়ে আরো দুই মাদক মামলার আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত লস্করের বিরুদ্ধে ধুনট থানা, সারিয়াকান্দি, শাহজাহানপুর, গাবতলি ও নন্দিগ্রাম থানা সহ বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক, মারামারি সহ প্রায় ১৯টি মামলা রয়েছে। সে ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে। একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বের হয়ে এসে আবারও বেপরোয়া হয়ে ওঠে।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেড়েরবাড়ী কাতলাহার বাজার এলাকা থেকে এক গ্রাম হেরোইনসহ পলাতক আসামী লস্করকে গ্রেফতার করা হয়। এঘটনায় আরেকটি মাদক মামলা দয়ের করা হয়েছে।
বগুড়ার ধুনট থানার এসআই মাইনুদ্দিন জানান, ১৯ মামলার পলাতক আসামি লস্করকে গ্রেফতার করে আজ বগুড়ার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া একইদনি পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার পলাক আসামি রিজুয়ান আমিন লিটন (৩৮) ও বিল্পব মন্ডলকে (২৫) গোসাইবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার