নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নে বজ্রপাতে আসর আলী (৬৯) নামক এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফখরুজ্জামান জুয়েল জানান, বাহাদুরপুর গ্রামের মৃত আরজ আলীর পুত্র আসর আলী রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টিপাত শুরু হলে বাড়ির ওঠোনে গৃহস্থালীর কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে তিনি নিহত হন।
বিডি-প্রতিদিন/৩১ মার্চ, ২০১৯/মাহবুব