চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে গলাচিপায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য মু. শাহীন শাহ বিজয়ী হয়েছেন। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ৪৬ হাজার ৩৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সাসুজ্জামান লিকন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৯৫৮ ভোট। অবশ্য তিনি গত ২৬ মার্চ নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) প্রতিদ্বন্দ্বিতায় করেছেন ৪ জন প্রার্থী। আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নিজাম উদ্দিন (উড়োজাহাজ) প্রতীক নিয়ে ২৭ হাজার ৪৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মতিউর রহমান (তালা) প্রতীক নিয়ে ১৬ হাজার ৩১৯ ভোট পেয়েছেন।
এ দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ওয়ানা মার্জিয়া নিতু (ফুটবল) প্রতীক নিয়ে ৩৪ হাজার ৮৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসা. হাসিনা মালেক (কলস) প্রতীক নিয়ে ১৪ হাজার ৮৮২ ভোট পেয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন