ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য এ র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা।
র্যালিটি উপজেলা ভূমি অফিস হতে শুরু হয়ে সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভূমি অফিসের গণশুনানি ঘরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত সাধারণ জনতার উদ্দেশ্যে ই-নামজারী,খাস জমি বন্দোবস্ত, ভূমি রাজস্ব সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া তিনি উপস্থিত জন সাধারণের তুলে ধরা বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোকপাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের প্রধান সহকারী আবুল কাশেম, সার্ভেয়ার হারুন অর রশিদ, অফিস সহকারী জাহিদুল হাসান ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম