'পানি সবার অধিকার, বাদ যাবে না কেউ আর' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস-২০১৯ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় কৃষি প্রধান বাংলাদেশে ফসল উৎপাদনে, সেচ কাজে পর্যাপ্ত পানি প্রাপ্তির নিশ্চয়তা বিধানের উপর গুরুত্বারোপ করে বলেন পানি ব্যবস্থাপনার ওপর খাদ্য নিরাপত্তা অনেকাংশে নির্ভরশীল। জীবন ও পরিবেশের মৌলিক উপাদান হচ্ছে পানি।
জেলা প্রশাসন ও সাতক্ষীরা পনি উন্নয়ন বোর্ডের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
সাতক্ষীরা পনি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো আবুল খায়ের’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার, পনি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খান, জনস্বাস্থ্য প্রকৌশলী আমিনুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী রাশিদুর রহমান।
বিডি প্রতিদিন/ফারজানা