ঝড়ের কবলে পড়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলে লঞ্চ ও বার্জ ডুবে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবরিরা এই দুই শ্রমিকের লাশ উদ্ধার করে। এখনো নিখোঁজ এক শ্রমিকের লাশের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের মোংলা, বাগেরহাট ও খুলনার তিনটি ইউনিটসহ কোস্টগার্ড, নৌবাহিনী, মোংলা বন্দর কর্তৃপক্ষ ও মোংলা বন্দরের স্টিভিডরস মেসার্স খুলনা ট্রেডার্সের উদ্ধারকারী দল।
বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবরি দল মোংলা বন্দরের পশুর চ্যানেলের বেসক্রিক এলাকায় কালবৈশাখীর ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া লঞ্চ এমএল আকতারের ভিতর থেকে নিখোঁজ ক্রেন ড্রাইভার মো. শাহ আলমের (৪৫) মৃতদেহ উদ্ধার করে। এছাড়া ফায়ার সার্ভিসের অপর একটি দল পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকা থেকে ভাসমান অবস্থায় অপর এক শ্রমিকের লাশ উদ্ধার করে।
তবে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে ভাসমান অবস্থায় পাওয়া এই শ্রমিকের নাম-পরিচয় জানাতে পারেননি।
মঙ্গলবার রাতে কালবৈশাখীর ঝড়ের কবলে পড়ে পশুর চ্যানেলের বেসক্রিকে লঞ্চ শ্রমিকবাহী এমএল আকতার ও এমবি হারড্ডা নামের সার বোঝাই বার্জ ডুবে যায়। এসময়ে অন্য শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে পারলেও ক্রেন ড্রাইভার মো. শাহ আলম, মো. আব্দুল লতিফ ও মো. হেমায়েত হোসেন নামে তিন শ্রমিক নিখোঁজ হয়। বৃহস্পতিবার সকালে নিখোঁজ এই তিন নৌযান শ্রমিকের মধ্যে মধ্যে ২ জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল।
বিডি প্রতিদিন/এনায়েত করিম