‘সবার জন্য নিরাপদ পানি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে ফরিদপুরে বিশ্ব পানি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসলাম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা এনামুল ভূইয়া প্রমুখ ।
বক্তারা বলেন, সারা পৃথিবীতে বিশুদ্ধ পানি সংকট রয়েছে, এই জন্য সমাজের সকলের দায়িত্ব আমাদের বিশুদ্ধ পানিকে অপব্যবহার না করা। পাশা-পাশি পানি প্রবাহ যাতে নষ্ট না হয় সেদিকে সকলকেই এগিয়ে আসতে হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম