ঝিনাইদহের কালীগঞ্জ বিপ্লব হোসেন (১৩) নামে এক কিশোরের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় সে নিজ বাড়িতে মারা যায়। নিহত বিপ্লব কালীগঞ্জ পৌরসভাধীন বাবরা গ্রামের লোকমান শেখের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে নিজেদের ঘরে বিদ্যুতের তার নিয়ে কাজ করছিল। এসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকেরা টের পেয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কালীগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন মৃত্যুর ঘটনা স্বীকার করে জানান, তার মৃত্যুতে কালীগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৯/মাহবুব