রাজধানীর যাত্রাবাড়ীতে গ্রীনলাইন পরিবহনের বাস চাপায় বাম পা হারানো রাসেল সরকার কৃত্রিম পা নিতে এখন সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) অবস্থান করছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সিআরপিতে আসেন রাসেল সরকার।
এ বিষয়ে সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিক সংবাদমাধ্যমে জানান, রাসেলকে সিআরপির পক্ষ থেকে প্রথমে বিনামূল্যে সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল টেকনোলজির এবং পরে জার্মানি প্রযুক্তির উন্নত একটি পা দেওয়া হবে।
তিনি আরও বলেন, আজ তার পায়ের সম্পূর্ণ পরীক্ষা করে দেখা হবে এবং শনিবার থেকে তার পায়ের চিকিৎসা শুরু হবে। পরে রাসেলের নতুন পা সংযোজনের জন্য প্রায় চার সপ্তাহ সময় লেগে যাবে। এই সময়ের মধ্যে নতুন পা দিয়ে তার চলাফেরাসহ দৈনন্দিন কাজের বিষয়গুলোতেও অনুশীলন করানো হবে বলে জানান তিনি।
সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম বলেন, পরিবহনখাতের এমন অব্যবস্থাপনার কারণে যে দুর্ঘটনা ঘটেছে সেটা খুবই দুঃখজনক। তার এ দুর্ঘটনার কারণে যেমন সবাই এগিয়ে এসেছেন আমরাও আমাদের থেকে তার জন্য কিছু করার চেষ্টা করছি। রাসেলকে আমাদের এখানে যে ধরনের সুবিধা দেওয়া সম্ভব আমরা তাকে সব ধরনের সুবিধা দেবো।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বাসিন্দা রাসেল সরকার রাজধানীর আদাবর এলাকায় স্থানীয় একটি ‘রেন্ট-এ-কার’ প্রতিষ্ঠানের প্রাইভেটকার চালাতেন। ২০১৮ সালের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রীনলাইন পরিবহনের বাসের চালক ক্ষিপ্ত হয়ে রাসেলকে চাপা দেয়। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন