টাঙ্গাইলের নাগরপুরে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নাগরপুর উপজেলা মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম বিতরণ অনুষ্ঠানে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাগরপুর-দেলদুয়ার আসনে সংসদ সদস্য আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুস ছামাদ, উপজেলা শিক্ষা অফিসার সেলিমা আখতার প্রমুখ।
শেষে প্রধান অতিথি আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু এমপি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এই মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম তুলে দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন