সিলেটের বিশ্বনাথ উপজেলায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতেরা ঘরের দরজা ভেঙে টাকা, সোনার গয়না লুট করে নিয়ে যায়।
বুধবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের সাবসেন গ্রামের মিছির আলীর বাড়িতে এঘটনা ঘটে।
এসময় ডাকাতদের হামলায় মিছির আলী (২৮) ও তার বড় ভাই শওকত আলী (৩৫) আহত হন।
মিছির আলীর ভাষ্য অনুযায়ী, রাত পৌনে ৩টায় ১৫-২০ জনের হাফপ্যান্ট ও গেঞ্জি পরিহিত সশস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করে। তাদের মধ্যে কয়েক জন ছিল মুখোশ পরা। ঘরের অন্ধকারে তারা বলতে থাকে আমরা থানা থেকে এসেছি। তোমাদের যা যা আছে, বের করে দাও। ঘরে আলো জ্বললে দেখি ওরা ডাকাত। আমরা বাঁধা দিতে চাইলে ধারালো অস্ত্র দিয়ে আমাকে ও আমার ভাইকে আঘাত করে। ডাকাতরা আমাদের ৫টি মোবাইল ফোন, ৫ ভরি সোনার গয়না ও নগদ টাকা লুটে নেয়।
পরে খবর পেয়ে গ্রামের লোকজন ছুটে আসলে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায় তারা।
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন