জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে জনসাধারণ পুনরায় আওয়ামী লীগকে সরকারে এনেছে। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানেই উন্নয়ন, উন্নয়ন আর উন্নয়ন।
তিনি বলেন, গত ১০ বছরে সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে দিনাজপুরে। আরও হচ্ছে, হতে থাকবে। দিনাজপুর উন্নয়নের রোল মডেল হিসেবে সারাদেশে আখ্যায়িত হবে অচিরেই। এজন্য সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
বৃহস্পতিবার উপশহরে দিনাজপুর হাউজিং এস্টেট এর প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে রাস্তা, ড্রেন, কালভার্ট ও শিশু পার্ক এর নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একইদিন বিকালে দিনাজপুর সদর উপজেলার উথরাইল ইউনিয়নে হযরত রাবেয়া বসরী (রহঃ) বালিকা কওমি মাদ্রসার ৫তলা বিশিষ্ঠ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপ বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মাহমুদ চৌধুরী, সহকারি প্রকৌশলী আব্দুল ওয়াদুদ তালুকদার, জেলা পরিষদের সদস্য ফয়সল হাবিব সুমন, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আকতারুজ্জামান জামান প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন