বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে বরিশাল সার্কিট হাউজ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।
এ উপলক্ষে পরে জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইকবাল আখতার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাইদ ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রকিব সহ অন্যান্যরা।
বক্তারা পানির অপচয় রোধ এবং নদীতে কলকারাখানার বর্জ্য না ফেলার জন্য সকলের প্রতি অনুুরোধ জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার