জেলার নদী, খাল-বিলের জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তুলেছে। আর এতে করে শহরের পানি নিষ্কাশনের ব্যবস্থা সংকট হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজনে সেগুলো উচ্ছেদ করে পানি নিষ্কাশনের পরিপূর্ণ ব্যবস্থা প্রদান করা হবে। বৃহস্পতিবার বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, দিনাজপুরের আয়োজনে এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দিনাজপুরের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে মিলিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয।
আলোচনায় সভায় দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জয়নুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরুজুল ইসলাম।
বিডি প্রতিদিন/এ মজুমদার