নাটোরে ‘পানি সবার অধিকার, বাদ রবে না কেউ আর’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। আজ এ উপলক্ষে পানি উন্নয়ন বোর্ড, সচেতন নাগরিক কমিটি ও জেলা প্রশাসনের আয়োজনে মাদ্রসা মোড় থেকে একটি র্যালি বের করা হয়।
সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীদের সমন্বয়ে বের হওয়া এই র্যালিটি শহরের প্রধান সড়ক দিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন নাটোর সচেতন নাগরিক কমিটির সভাপতি রণেন রায়।
নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহাবুবুর রহমান পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে নাটোরে প্রাকৃতিক পানির আধার তৈরীতে বড়াল বেসিন সংরক্ষনের গুরুত্ব দিয়ে বড়াল, নারদ ও মুসা খাঁ নদী পুনঃখননে সরকারের গৃহীত প্রায় হাজার কোটি টাকার কর্মসূচির চিত্র তুলে ধরেন। আরো বক্তব্য রাখেন, একটি বেসরকারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিবলী সাদিক।
আলোচনা সভার সভাপতির বক্তব্যে নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে পানি দূষণ ও অপচয় রোধ করতে নিজ নিজ অবস্থান থেকে সকলকেই কাজ করার আহবান জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার