ফরিদপুরের মধুখালীতে একটি মেছো বাঘ আটক করেছে স্থানীয় জনতা। মেছো বাঘটি স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলার বাগাট ইউনিয়নের চাঁনপুর গ্রাম থেকে বৃহস্পতিবার সকালে বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে চাঁনপুর এলাকায় জনতার ধাওয়া খেয়ে মেছো বাঘটিকে গাছে উঠে যায়। এ সময় তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার জানান, খবর পেয়ে উপজেলা বনবিভাগ, ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ ওই এলাকায় গিয়ে জনতার সহযোগিতায় মেছো বাঘটিকে উদ্ধার করে উপজেলায় নিয়ে আসা হয়।
মেছোবাঘটি ফরিদপুর বনবিভাগে হস্তান্তর করা হবে।
বন বিভাগের উপজেলা বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, মেছো বাঘটি মধুখালী উপজেলা ফায়ার সার্ভিস ও থানার সহযোগিতায় ইউএনও স্যার উদ্ধার করে একটি খাচায় সংরক্ষণ করেছেন। এটি ফরিদপুর জেলায় রাখা হবে এবং পরে খুলনা অঞ্চলিক কর্মকর্তার দপ্তরে সংরক্ষণের জন্য পাঠিয়ে দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন