পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার ১২ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। দ্বিতীয় ধাপে গত ১৮ মার্চ বগুড়ার ১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জয়ীরা সকলেই শপথগ্রহণ করেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে তাদের শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান।
বগুড়া জেলা প্রশাসক (ডিসি) ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে শপথগ্রহণ অনুষ্ঠানে বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, বগুড়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সুফিয়া নাজিম, অতিরিক্ত পুলিশ সুপার মোকবুল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
শপথ নেওয়া বগুড়ার উপজেলা চেয়ারম্যানরা হলেন- বগুড়া সদরের আবু সুফিয়ান সফিক, শেরপুরের মজিবর রহমান মজনু, শিবগঞ্জের ফিরোজ আহমেদ রিজু, গাবতলীর রফি নেওয়াজ খান রবিন, সারিয়াকান্দির অধ্যক্ষ মুনজিন আলী সরকার, সোনাতলার মিনহাদুজ্জামান লিটন, কাহালুর আল হাসিব সুরুজ, আদমদীঘির সিরাজুল ইসলাম খান রাজু, দুপচাঁচিয়ার আলহাজ ফজলুল হক, নন্দীগ্রামে রেজাউর আশরাফ জিন্নাহ, ধুনটের আবদুল হাই সরকার খোকন ও শাজাহানপুরের সোহরাব হোসেন ছান্নু।
শপথ গ্রহণকারী বগুড়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক জানান, ভোটাররা এলাকার উন্নয়নে তাকে নির্বাচিত করেছেন। তিনি এলাকার মানুষের জন্য নিজেকে উৎসর্গ করে কাজ করে যাবেন। সমানভাবে সদর উপজেলার কাজ করে যাবেন।
গাবতলী উপজেলার নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন জানান, গাবতলী উপজেলাটি একটি অবহেলিত। এই উপজেলার সার্বিক উন্নয়নে তিনি কাজ করে যাবেন। ভোটাররা উন্নয়নের স্বার্থে তাকে বিপুল ভোট প্রদান করেন। এই ভোটের প্রতিদান তিনি উন্নয়নের মাধ্যমে দিয়ে দেবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার