বাংলা একাডেমির লোক ঐতিহ্য সংগ্রাহক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের স্মারক সংগ্রাহক মোহাম্মদ সাইদুরের নামে কিশোরগঞ্জে লোক ঐতিহ্য সংগ্রহশালা প্রতিষ্ঠা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ প্রেসক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল মাসউদ, স্থপতি সাইফ উল হক, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আ. ন. ম. নৌশাদ খান ও মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন।
অনুষ্ঠানে আরও আলোচনা করেন অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী, অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী, আবু খালেদ পাঠান, মু. আ, লতিফ, মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, সমকালের জেলা প্রতিনিধি সাইফুল হক মোল্লা দুলু, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মো. কামরুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন মো. আবু হোসেন।
অনুষ্ঠানে মোহাম্মদ সাইদুর লোক ঐতিহ্য সংগ্রহশালার স্থাপত্য নকশা উপস্থাপন করেন স্থপতি সাইফ উল হক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন