কক্সবাজারের টেকনাফ পৌরসভার বাসষ্টেশন বাজারে একটি ইলিশের দাম হাকানো হয়েছে সাড়ে ৪ হাজার টাকা। পহেলা বৈশাখকে সামনে রেখে এখন হাটবাজারে ইলিশের দাম চড়া। এমন সময় এক জেলের জালে ধরা পড়লো আড়াই কেজি ওজনের ওই ইলিশ মাছটি।
বুধবার উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের নুরুল ইসলামের ছেলে জেলে আমির হোসেনের (৪২) জালে এই মাছটি আটকা পড়ে। এরসাথে আরও ৫৪টি রূপচান্দা মাছও ধরা পড়েছে।
প্রত্যক্ষদর্শী জেলেরা বলেন, শাহপরীর দ্বীপের জেলে আমির হোসেনের মালিকাধীন একটি ট্রলার সোমবার আট জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। তারা একইদিন রাতে ইলিশ শিকারের জন্য জাল ফেলেন। পরে রাতে জাল তুলে শেষপর্যন্ত একটি বড় ইলিশ মাছসহ আরও ৫৪টি রূপচাঁদা মাছ তাদের জালে আটকা পড়ে।
ওই বড় মাছটির ওজন আড়াই কেজি (২ কেজি ৫০০ গ্রাম)। ইলিশসহ মাছগুলো কিনে নেন টেকনাফ পৌরসভার মাছ বিক্রেতা ফরিদ আলম। তিনি মাছটি টেকনাফ বাসষ্টেশন বাজারে বিক্রয় করতে নিয়ে আসেন।
মাছ ব্যবসায়ী ফরিদ আলম বলেন, আড়াই কেজি ওজনের মাছটির দাম হাকানো হয়েছে ৪ হাজার ৫০০শত টাকা। প্রতিকেজি রূপচাঁদা মাছও বিক্রি করছেন ১ হাজার ২০০ টাকা দরে। ইলিশ মাছটির ৩ হাজার টাকা পর্যন্ত দাম উঠেছিল।
টেকনাফ উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, একটি বড় ইলিশ ধরা পড়ার সংবাদটি পেয়েছি। সাধারণত এতো বড় ইলিশ সহজে দেখা মিলে না। পহেলা বৈশাখকে সামনে রেখে মাছটির অনেকের নজর কেড়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার