নোয়াখালীতে স্কুলছাত্রী হত্যার বিচার চেয়ে সড়কে গাছ ফেলে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার এওজবালিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী রোমানা আক্তার হত্যার প্রতিবাদে তারা এওজবালিয়া-করমুল্যাহ সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখে। পরে দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধনে স্কুলের প্রধান শিক্ষক আছর উদ্দিন জসিম, ইউপি সদস্য মো: বেলাল, ইউপি সদস্য আবদুল মন্নান, স্থানীয় সমাজ কর্মী মো: মাহমুদুল হাসান রুবেল, আরমান হোসেন, আরিফুল হাসান সুমন সহ প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এলাকাবাসী ও অভিবাবক অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন