রাজধানীর হাজারীবাগে বসিলা সেতুর কাছে ১০,০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার মো. নুর আলম (৩৪), ঢাকার সাভার থানার গঙ্গানাথপুর মো. মামুন (৩১) ও কুড়িগ্রাম জেলার মধুপুর গ্রামের মো. মজিবুর রহমান (৪৮)।
র্যাব-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি টিম বৃহস্পতিবার বসিলা সেতুর দক্ষিণ পাশে আইএফআইসি ব্যাংকের সামনে একটি প্রাইভেট কারকে ঘিরে ২/৩ জন লোকের আনাগোনা দেখতে পেয়ে চালক ও ২ আরোহীকে তল্লাশি করে তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রিত ১৭ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-২ এর অধিনায়ক লে. কর্ণেল আশিক বিল্লাহ বলেন, গ্রেফতারতৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে হাজারীবাগ থানায় সোপর্দ করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর