ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় মোক্তারপাড়া পৌরসভার সামনের সড়কে জেলা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সোবায়েল আহমেদ, মুন্না, ইব্রাহীম, রাকিবুল হাসানসহ অন্যান্যরা।
মাদ্রাসা অধ্যক্ষ সিরাজের ফাঁসিসহ অবিলম্বে সকল অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম