২২ এপ্রিল, ২০১৯ ১৯:৩৪

সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে দুইটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে শতাধিক মৎস্য ঘের। পানিবন্দী হয়ে পড়েছে বেশকিছু ঘর-বাড়ি।

সোমবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামের পরিমল মন্ডলের বাড়ি সংলগ্ন এলাকায় খোলপেটুয়া নদীর জোয়ারে প্রায় ১০০ ফুট বেড়িবাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলা গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়।

এ ব্যাপারে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, সকালে স্থানীয় জনগণকে নিয়ে বাধ মেরামতের চেষ্টা করে দুপুরে জোয়ার শুরু হলে বাঁধ মেরামত করা সম্ভব হয়নি। বিষয়টি পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

এ ব্যাপারে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী আরিফউজ্জামান খানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর