ফরিদপুরে আনসারউল্লাহ বাংলা টিমের (এটিবি) সদস্য ফরিদ মৃধাকে (৩৩) দুটি ধারায় যথাক্রমে ১০ ও ৭ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের বিশেষ জজ আদালতের হাকিম মো. মতিয়ার রহমান এ আদেশ দেন। আদালত ১৮৭৮ সালের অস্ত্র আইনের অস্ত্র সংক্রান্ত ধারায় (১৯ এ) আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ও গুলি সংক্রান্ত ধারায় (১৯ এফ) সাত বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে আসামিকে দুটি ধারায় দেওয়া অপরাধের শাস্তি একত্রে ভোগ করতে পারবেন।
রায় ঘোষণার সময় ওই আসামি আদালতে হাজির ছিলেন। পরে বিশেষ পুলিশি নিরাপত্তার সাথে ফরিদ মৃধাকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। ফরিদ মৃধা ফরিদপুরের সদরপুর উপজেলার দক্ষিণ আলমনগর গ্রামের বাসিন্দা নূরু মৃধার ছেলে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন