বগুড়ার শেরপুরে চরমপন্থী সর্বহারার দুই গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন।
শনিবার ভোররাতে উপজেলার ভবানীপুর বাজার-সংলগ্ন ব্রিজের ওপর এই ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ৮ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ৩টি পোস্টার উদ্ধার করা হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী গণমাধ্যমকে বিষয়ট নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/কালাম