চুয়াডাঙ্গায় চোর সন্দেহে গণপিটুনিতে ফারুক হোসেন (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত ফারুক হোসেনের দুই সহযোগিকে আটক করেছে পুলিশ। শনিবার ভোররাতে জেলা শহরের রেলবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন শহরের থানা কাউন্সিল পাড়ার আবু বকর সিদ্দিকীর ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান জানান, শনিবার ভোররাত ৩টার দিকে শহরের রেলবাজার এলাকার পাঁচটি দোকানে চুরি করার সময় কয়েকজন যুবককে হাতেনাতে আটক করে স্থানীয়রা। এসময় অন্যরা পালিয়ে গেলে গণপিটুনির শিকার হয় ফারুক। গণপিটুনির এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় পুলিশ। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, গণপিটুনির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকেক উদ্ধার করে হাসাপাতালে নিয়েছে। চুরির ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল