মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামে শ্বাসনালিতে মার্বেল বল আটকে রাফি (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রাফির মা রিয়া বেগম জানান, বাড়িতে থাকা কিছু মার্বেল বল নিয়ে খেলাকরছিল রাফি। হঠাৎ একটি মার্বেল মুখে দিলে সিটি অসাবধানতাবসত শ্বাসনালিতে গিয়ে আটকে যায়। এ সময় সে অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মশিউর রহমান জানান, শ্বাসনালিতে মার্বেল বল আটকে যাওয়ায় বাড়ি থেকে হাসপাতালে আসার পথেই তার মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
বিডি প্রতিদিন/হিমেল