ময়মনসিংহের ভালুকা উপজেলার পল্লী এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি দোকানের মালামাল ভস্মিভূত হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ২টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের বোর্ডবাজার এলাকায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাজৈ ইউনিয়ন পরিষদ সংলগ্ন বোর্ড বাজারের আনোয়ার হোসেন, দুুলাল মিয়া ও ইদ্রিস আলীর মুদীর দোকানে শুক্রবার রাত ২টার দিকে আগুন লাগে। পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, তিনটি দোকানে প্রায় ৩০লক্ষ টাকার মালামাল ক্ষয়-ক্ষতি হয়েছে। রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম জানান, ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাতে বাড়িতে চলে যায়। এর পর তিনটি দোকানে আগুন লেগে প্রায় সব মালামাল পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাকিবুল হাসান জানান, খবর পেয়ে ঘটানাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত জানা যায়নি। তাৎক্ষণিক ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণও করা যায়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন