মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত পরিচয়ের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের কামারগাও নাগরনন্দী এলাকার একটি বাগান বাড়ি থেকে অর্ধনগ্ন লাশটি উদ্ধার করা হয়। লাশের পরণে কালো রংয়ের বোরকা ও হলুদ প্রিন্টের সেলোয়ার কমিজ রয়েছে।
ধারনা করা হচ্ছে, নারীটিকে ধর্ষণের পর তাকে গলা কেটে হত্যা করে লাশ এখানে ফেলা হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে ওই এলাকার লোকজন আনুমানিক ২৮ বছরের ওই নারীর গলাকাঁটা লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ অর্ধনগ্ন লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
স্থানীয়রা জানায়, অজ্ঞাত পরিচয়ের এই নারীকে অন্য কোথাও থেকে এনে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। ধর্ষিত হয়েছে কিনা তা ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে শ্রীনগর থানায় একটি হত্যা মামলা রুজু হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর