প্রেমে ব্যর্থ হয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর ওপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় নিক্ষেপিত এসিডে ওই ছাত্রীর দু’হাত জ্বলসে যায়। তাৎক্ষণিক ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও এলাকায়। ঘটনার পর পালিয়ে যাবার সময় ওই বখাটেকে পুলিশ আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রেমে ব্যর্থ হয়েই বখাটে ওই ছাত্রীর গায়ে এসিড নিক্ষেপ করেছে। তবে আমরা কারণ জানতে তদন্ত করছি। ওই ছাত্রীর নাম নাম শিলা (১৮)। সে উপজেলার আড়াল গ্রামের সিরাজ উদ্দিনের কন্যা এবং আড়াল জিএল স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী বলে জানা গেছে।
আড়াল জিএল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, কলেজের অত্যন্ত মেধাবী ছাত্রী শিলা। এ বছর কাপাসিয়া ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। অন্যান্য দিনের ন্যায় আজ (শনিবার) সকালে পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে কাপাসিয়া ডিগ্রি কলেজ পরীক্ষা যায়। পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় তরগাঁও থেকে সিএনজিতে উঠার সময় একই গ্রামের আলম বেপারীর ছেলে সাগর (১৮) তার সহযোগী ছোটভাই হৃদয় (১৭) এবং কাজলের ছেলে ফাহিম (১৯) নামের তিন বখাটে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় ওই ছাত্রীর (শিলার) ডান ও বাম হাত জ্বলসে যায়। আহত অবস্থায় শিলাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, তদন্ত না করে বলা যাচ্ছে না কি কারণে ওই ছাত্রীকে এসিড নিক্ষেপ করা হয়েছে। তবে খবর পাওয়ার সাথে সাথে আমরা অভিযান চালিয়ে মূল হোতা সাগরকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন