টাঙ্গাইলে শহরের আশিকপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতর করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫শ’ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।
শুক্রবার দিবাগত রাতে জেলা শহরের আশিকপুর বাইপাস সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজলফৈ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুরে বিরামপুর থানার পূর্ব জগন্নাতপুর এলাকার মামুনুর রশীদের ছেলে রানা হোসেন (১৯), ট্রাকের চালক বগুড়া জেলার গাবতলী এলাকার মৃত আশরাফ আলীর ছেলে শাহিনুর ফকির (৫০) ও হেলপার একই এলাকার জহুরুল ইসলামের ছেলে হাসান প্রামানিক (২১)।
শনিবার বিকেলে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এক প্রেসবিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।
এ বিষয়ে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের নগরজলফৈ এলাকায় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ট্রাকের নিচ থেকে ৫’শ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ট্রাকের চালক ও হেলপারসহ তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত।
এ বিষয়ে টাঙ্গাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন