সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসার এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে দায়ের করা মামলায় মাদ্রাসার ইংরেজি শিক্ষক রাজিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকালে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে শিক্ষক রাজিবুরের বিরুদ্ধে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
পরে সন্ধ্যায় অভিযুক্ত ওই শিক্ষককে উপজেলা পরিষদের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি গত ৫ বছর ধরে ওই মাদ্রাসায় ইংরেজি বিষয়ের প্রভাষক পদে কর্মরত আছেন।
এর আগে অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে প্রতিকার না পাওয়ায় শনিবার সকালে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন ক্ষুব্ধ ওই ছাত্রী। এ নিয়ে মাদ্রাসায় উত্তেজনা দেখা দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মাদ্রাসা অধ্যক্ষ এবং ওই ছাত্রীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারী তার কার্যালয়ে নেন এবং অভিযোগের ব্যাপারে তাদের বক্তব্য শোনেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের অক্টোবর মাসে শিক্ষক রাজিবুর রহমানের বাসায় প্রাইভেট পড়তে যান ওই ছাত্রী। এসময় শিক্ষক রাজিবুর তার সাথে অসৌজন্যমূলক আচরণ ও উত্যক্ত করতে শুরু করেন। সেই সাথে নানা প্রলোভনও দেখান তিনি। শিক্ষকের এমন আচরণে ৬ দিন প্রাইভেট পড়ার পর পড়া বন্ধ করে দেন ওই ছাত্রী।
সর্বশেষ গত ২৩ মার্চ আলিম পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান চালাকালীন সময়ে শিক্ষক ওই ছাত্রীকে ডেকে নিয়ে যৌন হেনস্তা করেছেন বলে অভিযোগ করেন ওই ছাত্রী। এক পর্যায়ে লেখাপড়া বন্ধ করে দিয়ে আলিম পরীক্ষায় অংশ নেয়া থেকে বিরত থাকেন তিনি।
এদিকে, অধ্যক্ষের কাছে বিচারপ্রার্থী হয়ে কোনো প্রকার প্রতিকার না পেয়ে ক্ষুব্ধ ওই ছাত্রী শনিবার সকাল পাঠদান চলাকালীন সময়ে মাদ্রাসার শ্রেণিকক্ষে ঢুকে অধ্যক্ষ আব্দুস সালাম আল-মাদানির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে।
এ বিষয়ে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, মোবাইল ফোনে ওই ছাত্রীর পক্ষ থেকে বিষয়টি অবহিত করা হলে আমি স্টাফ ও গভর্নিং বডির সভা ডেকে এই বিষয়ে আলোচনা করে ওই ছাত্রীকে পরীক্ষায় অংশ নিতে বলি। কিন্তু সে নিরাপত্তার কথা বলে পরীক্ষায় অংশ নেওয়া থেকে বিরত থাকে। শনিবার সকালে মাদ্রাসায় এসে আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করে ওই ছাত্রী।’
মাদ্রাসার ইংরেজি শিক্ষক রাজিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’
ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, যৌন হয়রানির শিকার ছাত্রীর পিতার দায়ের করা মামলায় মাদ্রাসার ইংরেজি শিক্ষক রাজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন